বিনোদন ডেস্ক
সদ্যই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এই অক্টোবরেই প্রথম সন্তান আসতে যাচ্ছে ৪২ এর এই নায়িকার কোলে। ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল সম্প্রতি এই খবরটি নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
এ খবরটি তাদের পরিবারে আনন্দের আবহ তৈরি করলেও, একই সঙ্গে কিছুটা উদ্বেগও কাজ করছে বলে জানিয়েছেন ভিকির ভাই সানি কৌশল।
জানা যায়, গত বছর থেকেই ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন চলছিল। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সাড়ে তিন বছর পর এই দম্পতি তাদের প্রথম সন্তানের আগমনের খবর নিশ্চিত করেন।