চুয়াডাঙ্গায় বিশ্ববসতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার

‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যার সাড়া’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ববসতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের কোর্টমোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক জহিরুল ইসলামমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এহসীন আলী বিশ^বসতি দিবসের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শহিদুল হাসান ও শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী  এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, যেখানে মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ হয় সেখানেই বসতি গড়ে উঠে। ঘর-বাড়ি বানাতে গেলে নিজেরা খেয়াল রাখবেন। দায়িত্ব এড়ানো যাবে না। সতর্ক থাকতে হবে। গণপূর্ত সরকারি ভবনে কাজ করে থাকে। বেসরকারি ভবনের মত যত্ন নেয়া হয় না।  সঠিক পরিমাণে উপকরণ না দিলে সে ভবন দীর্ঘদিন টিকবে না। একটা ভবন ৫০ বছর ঠিকভাবে চলতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *