জীবননগরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ

জীবননগর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপি। সোমবার বিকেলে জীবননগর পৌর শহরের ৬নং ওয়ার্ডে দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন জীবননগর পৌর বিএনপির নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু’র পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

নেতৃবৃন্দ ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় বিএনপির ৩১ দফা ও দলের প্রতিশ্রুতি এবং প্রার্থীর উন্নয়ন ভাবনা তুলে ধরা হয়। পৌর বিএনপির নেতারা বলেন, “বিজিএমইএর সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তিনি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার মানুষের জন্য কাজ করছেন। জনগণের ভালোবাসাই তার মূল শক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবীর।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আরিফ, সাধারণ সম্পাদক লিটন মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একলাছুর রহমান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরামুল, লিটন, তসলিম ও রজব আলী প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *