দামুড়হুদার নাটুদহে ভৈরব নদের পাড়ে ও খাস জমিতে তালবীজ রোপণ

তিতুদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ভৈরব নদের পাড় ও খাস জমিতে তালবীজ রোপণ করেছে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ নামের একটি পরিবেশবাদী সংগঠন। সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই কর্মসূচি। এ সময় ভৈরব নদের তীরসহ প্রায় ১৫ একর খাস জমির সীমানা বরাবর প্রায় ২ হাজার তালবীজ রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান এবং নাটুদহ ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কে এইচ তাসফিকুর রহমান বলেন, বর্তমানে বজ্রপাত একটি বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়। এর হাত থেকে রক্ষা পেতে বেশি করে তালগাছ রোপণ করা প্রয়োজন। এত বিপুল পরিমাণ তালবীজ রোপণের উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভকে ধন্যবাদ জানাই। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, আমাদের সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের কর্মসূচি সফল হয়েছে। তালগাছ শুধু বজ্রপাত প্রতিরোধেই নয়, বেশ কয়েকটি বিপন্ন প্রাণীর আশ্রয় ও খাদ্যের উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও ভূমি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান কর্মসূচির সার্বিক সহযোগিতার জন্য। এ সময় সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, জিসান, সতেজ, আনাছ, বায়জিদ, ইয়ামিন, নীরব, রিয়াজুদ্দিন, আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *