ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ঝিনাইদহ জেলা স্কাউটস, রোভার স্কাউটস ও গার্লস গাইড সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে শহরের আরাপপুরে স্থাপিত সদর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, ঝিনাইদহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ডা. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের (প্রচার ও সমন্বয়) পরিচালক দালিয়া ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন, বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ শাখার সহকারী পরিচালক রাসেল আহমেদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কর্মশালায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা স্কাউটস, রোভার স্কাউটস ও গার্লস গাইডের প্রায় ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।

এ সময় অংশগ্রহণকারীদের টাইফয়েড টিকা সংক্রান্ত নানা বিষয়ে অবহিত করা হয় এবং টিকাদান কার্যক্রম চলাকালীন সক্রিয় ভূমিকা রাখার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, দেশের যেকোনো সংকটময় সময়ে স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা মানবিক ভূমিকা পালন করে আসছে। এবারের ক্যাম্পেইনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে গুজব প্রতিরোধ করা। তাই কোনো ধরনের বিভ্রান্তি বা গুজব ছড়ালে তা মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুলে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এছাড়া নভেম্বর মাসজুড়ে হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কার্যক্রম চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *