স্টাফ রিপোর্টার
আলোচিত এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন করেছে শতাধিক গ্রাহক। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলে হাজারো কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। শুধুমাত্র চট্টগ্রামের পটিয়া উপজেলায়ই প্রায় ৪ হাজার ৫০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে দেশের ৬৩ জেলার যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।
বক্তারা আরও বলেন, এসব অবৈধ নিয়োগের কারণে ইসলামী ব্যাংকের মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। তারা অবিলম্বে এসব নিয়োগ বাতিল করে সারাদেশে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নিউ পুস্তক ভবনের স্বত্বাধিকারী মোস্তফা কামাল। বক্তব্য রাখেন এইচকে কম্পিউটারের স্বত্বাধিকারী হুমায়ুন কবির, নূর বই বিতানের স্বত্বাধিকারী হাফেজ আবদুস শুকুর মালিক, এমবি জুয়েলার্সের স্বত্বাধিকারী শামীমুল হক বাবু, সবুজ ছাতা ক্লিনিকের স্বত্বাধিকারী দেলোয়ার হোসাইন, ব্যবসায়ী আব্দুর রহিম, মহিদুল ইসলাম ও শরীফ হাসান প্রমুখ।
বক্তারা আশা প্রকাশ করেন, জুলাই বিপ্লবের পর ইসলামী ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, তবে অবৈধ নিয়োগ বাতিল না হলে সেই প্রচেষ্টা ব্যর্থ হবে।