মেহেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস

শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক তারেক মোহাম্মদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম সিরাজুম মুনির। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালায় মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আগামী ১২ অক্টোবর শুরু হতে যাচ্ছে দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দেওয়া হবে এক ডোজ টিকা। মেহেরপুরে প্রায় ১ লাখ ৬৭ হাজার শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

চিকিৎসকরা জানান, এই টিকাদান কর্মসূচির মাধ্যমে টাইফয়েডের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। কর্মশালায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে টিকার গুরুত্ব তুলে ধরে শিশু-কিশোরদের টিকাদানে অভিভাবকদের উৎসাহী হওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *