মুজিবনগরের বাগোয়ানে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

মুজিবনগর প্রতিনিধি

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে পথসভা ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। গতকাল রবিবার বিকাল ৪টায় ইউনিয়নের ভবরপাড়া ও সোনাপুর গ্রামে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণকালে উপস্থি ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবীর, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকনসহ বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পথসভা শেষে নেতাকর্মীরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করে। এছাড়াও একসাথে থেকে সকল অপশক্তিকে প্রতিহত করবার আহবান জানান। এ সময় স্থানীয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *