গাংনীতে ধর্ষণ মামলার আসামিসহ নয়জন গ্রেফতার

মেহেরপুর অফিস

ধর্ষণ মামলার এক আসামীসহ ৯ জনকে গ্রেফতার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জুয়া আইনে ছয়জন ও মাদক আইনে দুইজন আসামি রয়েছেন। এসময় জুয়াড়িদের কাছ থেকে ৫৪ হাজার টাকা, হেরোইন ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার ধর্ষণ মামলার আসামি হলেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের ওহাব শাহের ছেলে জামাল উদ্দীন।

এ ছাড়াও জুয়া আইনের মামলার আসামিরা হলেন, সাহারবাটি গ্রামের আইনাল মালিথার ছেলে জিহান (৩০), আব্দুল হালিমের ছেলে মাসুদুর রহমান (৩৫), মৃত উসমান কারিগরের ছেলে ইমাদুল ইসলাম (৪৫), মৃত নুরুল ইসলামের ছেলে মফিজুর রহমান (৪৫), মৃত জালাল উদ্দীনের ছেলে আসাদুল হক (৩৬) এবং সদর উপজেলার কালীগাংনী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বাবুল হোসেন।

অপরদিকে, মাদক মামলার আসামি কাজিপুর গ্রামের মঙ্গল আলীর ছেলে জুনায়েদ হোসেন (২৩) ও নিশিপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ রানা। মাদক কারবারি মাসুদের কাছ থেকে একশ গ্রাম হেরোইন ও জুনায়েদের কাছ থেকে ১০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। আসামিদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *