স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কলেজপাড়া ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ৩টায় কলেজ মাঠে ক্রিকেটপ্রেমী তরুণদের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ সমাজ গঠনে যেমন রাজনৈতিক সচেতনতা প্রয়োজন, তেমনি প্রয়োজন শারীরিক ও মানসিক বিকাশ, যা খেলাধুলার মাধ্যমে সম্ভব।’ তিনি আরও বলেন, ‘দেশ আজ নানা সংকটে বিপর্যস্ত। রাজনৈতিকভাবে গণতন্ত্র আজ প্রশ্নবিদ্ধ। তবে আমাদের তরুণরা যদি নৈতিকতা ও দেশপ্রেমে বলিয়ান হয়ে গড়ে ওঠে, তাহলে একটি সুন্দর ভবিষ্যৎ অবশ্যই সম্ভব। রাজনীতি হোক মানুষের কল্যাণে, আর ক্রীড়া হোক তার পরিপূরক শক্তি।’ তিনি স্থানীয় পর্যায়ে এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই টুর্নামেন্ট শুধু খেলা নয়, এটি এক ধরনের সামাজিক আন্দোলন। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি হয়। আয়োজকদের এমন উদ্যোগ আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা যোগাবে।’
আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।