সাতগাড়ী দোকান মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী দোকান মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে কে হচ্ছেন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক।   জানা গেছে, সাতগাড়ী দোকান মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) আজ রবিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে মোট ৪ জন প্রতিন্দন্দ্বীতা করছেন। ইতিমধ্যে বিনা প্রতিন্দন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক ও কোষাধাক্ষ্য নির্বাচিত হয়েছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টার পর্যন্ত সাতগাড়ী মোড়ে একটি দোকান কক্ষে ভোট গ্রহন করা হবে। ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে দাউদ হোসেন ডাবলু আম প্রতীক নিয়ে ও ফজলুর রহমান বাবু আনারন প্রতীক নিয়ে  নির্বাচনে অংশ নিয়েছেন। অপরদিকে সাধারন সম্পাদক পদে ইমরান খাঁন বাপ্পি মোবাইল প্রতীক নিয়ে ও রফিকুল ইসলাম রফিক বাইসাইকেল প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অংশ নিচ্ছে। নির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধাক্ষ্য মিলে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির গঠন করবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *