নাটুদহ ও নতিপোতায় ইসলামী আন্দোলনের গণসংযোগকালে হাসানুজ্জামান সজিব

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে নাটুদহ ও নতিপোতা ইউনিয়নে গণসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত হাতপাখা প্রতীকের মো: হাসানুজ্জামান সজিব নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এনামুল কবির জিপসি, সমন্বয়কারী মোহাম্মদ আলিমুজ্জামান, জেলা কমিটির সদস্য রাশিদুল ইসলাম, নাটুদহ ইউনিয়নের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, সেক্রেটারি মোঃ রফিকুল, নতিপোতা ইউনিয়ন সভাপতি নূর নবী, সেক্রেটারি মোশারফ হোসেন, জেলা ইসলাম ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ইব্রাহিম, জেলা কমিটির উপদেষ্টা হাজী সিরাজুল ইসলাম, মোঃ রুহুল কুদ্দুস সহ  ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ সময় হাসানুজ্জামান বলেন “রাজনীতি মানে জনগণের সেবা। আমি জনগণের দোয়া ও সমর্থন নিয়ে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে চাই। ইনশাআল্লাহ আমরা ন্যায়ভিত্তিক রাজনীতি, দুর্নীতিমুক্ত সমাজ ও ইসলামি মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলব। দেশের উন্নয়ন হবে সমতার ভিত্তিতে, কেউ বঞ্চিত থাকবে না।” তিনি আরও বলেন “ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের দল। এই দল শুধু ভোটের রাজনীতি করে না; বরং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, নৈতিকতা চর্চা ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।” গণসংযোগকালে নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের প্রচারণা চালান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *