জীবননগরে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা

জীবননগর অফিস

জীবননগরে ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী কিশোরী গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ব্যাপারে ধর্ষণের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে ধর্ষক তামিম হোসেন(১৮) এর বিরুদ্ধে গতকাল শুক্রবার জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার আসামী তামিম হোসেন উপজেলার গয়েশপুর গ্রামের মামুন ঘেনার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুল ছাত্রী ছামিয়া আক্তারের বাড়ির সামনে তামিম হোসেনের নানার বাড়ি। আসামী তামিম তার নানার বাড়িতে থাকে একই এলাকায় থাকার সুবাদে তামিম হোসেন কৌশলে ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২ অক্টোবর আনুমানিক রাত ১০টায় ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হলে পূর্ব থেকে ওতপেতে থাকা আসামী তামিম হোসেন স্কুল ছাত্রীকে মুখ চেপে ধরে জোরপূর্বক গয়েশপুর গ্রামের তার নানার বাড়ি তথা সোহরাব হোসেনের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি রুমের মধ্যে স্কুল ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে স্কুল ছাত্রীকে ঘরে না পেয়ে তার মা আশেপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে কান্নার শব্দ শুনতে পায়। পরে আসামী তামিম হোসেনের শয়নকক্ষ থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর পিতা জানান, আমার কন্যা নাবালিকা। তাকে তামিম জোরপূর্বক ধর্ষণ করে। আমি গরিব মানুষ। আমি আমার মেয়ের ধর্ষনের সুষ্ঠু বিচার চাই।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে ভুক্তভোগীকে থানা হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা সোহেল রানা জীবননগর থানায় বাদী হয়ে তামিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এছাড়াও দোষী তামিমকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *