স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার মহেশপুর সীমান্তে দুটি অভিযান চালিয়ে ৩ জন নারী পুরুষকে আটক করা হয়। এছাড়াও পৃথক আরো দুটি অভিযান চালিয়ে ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়েছে। তবে কোন মাদকপাচারকারীকে আটক করা যায়নি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার ৬৬/২-এস এর কাছে নতুনপাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোর রাত ৩টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩৫-আর এর কাছে বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ জিনারুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার বেলা ১টার দিকে খোসালপুর বিওপির সীমান্ত পিলার ৬০/৭৪-আর এর কাছে খোশালপুর গ্রামে নায়েক মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন শিশু। আটক পুরুষ সদস্য নড়াইল জেলার কালিয়া থানার চাঁদপুর গ্রামের মোঃ হান্নান শেখ (৪৭)। একই দিন রাত ৮টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৬-আর এর কাছে বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদেরকে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।