আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নে অ্যাড. রাসেলের গণসংযোগ

স্টাফ রিপোর্টার

‎চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভায় অংশ নেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. রাসেল বলেন, কৃষকরা দেশের প্রাণ। কিন্তু তারা যখন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়, তখন গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়। কৃষকদের অবহেলিত অবস্থায় রেখে কখনোই ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইনসাফ প্রতিষ্ঠা মানে শুধু কৃষকের অধিকার নিশ্চিত করা নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য আছে, স্বাস্থ্যসেবায় মানুষের ভোগান্তি আছে, বেকারত্বের বোঝায় তরুণরা হতাশায় ভুগছে, দুর্নীতির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা সমাধান না করে প্রকৃত উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়।

তাই আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি-আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমি কৃষকের ন্যায্য অধিকার, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, তরুণদের কর্মসংস্থান এবং দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখব। আমার লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সুখী বাংলাদেশ গড়ে তোলা।

‎এ সময় উপস্থিত ছিলেন জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো: দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি কাইয়ুমউদ্দিন হিরক ও অর্থ সম্পাদক মো: ইমরান হোসেন, চুয়াডাঙ্গা স্মার্ট টিমের সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো: আরিফুল ইসলাম, বাড়াদী ইউনিয়ন আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো: শাহাবুদ্দিন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: দবীর উদ্দিন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডা. জিয়া উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *