জীবননগর অফিস
জীবননগর মিনাজপুর হাইস্কুল ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বাড়ান্দি ফুটবল একাদশ বনাম মহেশপুর রুলি ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলার শুরুতে দুই দলের খেলোয়ারদের কুশল বিনিময়ের মধ্যে দিয়ে খেলাটি শুরু হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন, আব্বাস আলী সুমন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন। আয়োজক কমিটি জীবননগর উপজেলা থানা বিএনপি শাহিন কাদের, যুগ্ন আহবায়ক, সাইফুল ইসলামসগ অনেকেই। খেলায় ১-০ গোলে জয় লাভ করে মহেশপুর রুলি ফুটবল একাদশ। সেরা খেলোয়াড় ও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মহেশপুর রুলি ফুটবল একাদশের রাহুল, সেরা গোল কিপার নির্বাচিত হয় বাড়ান্দি ফুটবল একাদশের মুরশিদ হোসেন, খেলা শেষে আয়োজক কমিটি বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন।