জীবননগর পূজামন্ডপ পরিদর্শন করলেন ডিসি-এসপি

জীবননগর অফিস

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিরুল ইসলাম ও পুলিশ সুপার মো: খন্দকার গোলাম মাওলা গতকাল বুধবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার নবমীতে জীবননগর উপজেলায় পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জীবননগর উপজেলার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে শেষ করতে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার সরকারের পক্ষ থেকে সবই নেওয়া হয়েছে। আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছি। সে মোতাবেক নিরলস কাজ করে যাচ্ছি।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা, জীবননগর) সার্কেল মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিস জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামানসহ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *