আলমডাঙ্গা অফিস
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বিভিন্ন আয়োজনে দিনটি পালিত হয়েছে। গতকাল বুধবার স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল এর উদ্যোগে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে নবীন ও প্রবীণদের অংশগ্রহণে এক মুক্ত আলোচনা অনুষ্ঠান “আড্ডা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উই ফর অল এর চেয়ারম্যান ডা. আব্দুল্লাহ আল মামুন। প্রবীণ সাংবাদিক হামিদুল ইসলাম আজমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার, সাবেক ফুটবলার আমিনুর ইসলাম বাবলু, সাবেক শিক্ষক ওয়াজেদ আলী মাস্টার, গাংচিল সাহিত্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান মজুমদার, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক আবাসিক প্রকৌশলী গোলাম নবী ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সরোয়ার হোসেন। নবীনদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক খায়রুল ইসলাম, মানবাধিকার কর্মী হাবিবুর রহমান ও তরুণ সমাজকর্মী খন্দকার শরিয়ত উল্লাহ আলিফ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উই ফর অল এর আলমডাঙ্গা শাখার প্রকল্প কর্মকর্তা শরিফুল ইসলাম রোকন।
প্রবীণ ও নবীন প্রজন্মের মিলিত অংশগ্রহণে মুক্ত আলোচনার প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। সহযোগিতায় ছিল আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি এবং বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিজ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।