পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে সাইকেল চুরি করার সময় ১ চোরকে স্থানীয়রা হাতে নাতে আটক করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে ডিঙ্গেদহ বাজারে এঘটনা ঘটে। আটকের পর সে বাচার তাগিদে পুলিশ হেল্প লাইন ৯৯৯ এ কল দেয়।
জানা গেছে, গতকাল মঙ্গলবার ডিঙ্গেদহ বাজারে বেল্টুর মুদি দোকানের সামনে থেকে এক যুবক সাইকেল চুরি করে পালানোর চেষ্টা করছিল। এ সময় বাজারের লোকজন দেখে ফেললে সাইকেল চোর আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের তিওরবিলা গ্রামের মোঃ সরোয়ারের ছেলে হাসিবুল রহমানকে আটক করে। তার নিকট থেকে উদ্ধার করা হয় সাইকেল চুরি করার অত্যাধুনিক ২ টি তালা কাটার কাটিংপ্লাস। পরে হাসিবুলকে পাশের একটি মসজিদের টয়লেটে আটক রাখা হয়। এ সময় সাইকেল চোর নিজে বাঁচাতে হেল্প লাইন ৯৯৯ এ কল দেয়। পরে সদর থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।