স্টাফ রিপোর্টার
মাখালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময়কালে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন জামায়াতে ইসলামী জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। গতকাল সোমবার বেলা ৪ টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের কুকিয়াচাদপুর ও গাইদঘাট গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভা উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, “এবার বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব দেখতে চায়। তারা এমন নেতৃত্ব চাই যারা সত্যিকার অর্থে জনগণের পাশে থাকবে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। অতীতের ব্যর্থতা ও অন্যায়ের শৃঙ্খল ভেঙে জনগণ একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়। তাই আমাদের দায়িত্ব হলো জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটানো।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আপনার মূল্যবান ভোট দিন। আপনার একটি ভোটই পারে দেশে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে।”
বিশেষ মেহমান ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন। আরো উপস্থিত ছিলেন- উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, পৌর নায়েবে আমীর মো: মাহবুব আশিক শফি,
উপজেলা সহকারী সেক্রেটারি মো: শাহেন উজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক মো: আশির উদ্দীন, সদর উপজেলার আইটি ও প্রচার সম্পাদক মো: মামুন হাওলাদার, মাখালডাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মহসিন আলী, সেক্রেটারী মো: আব্দুর রাজ্জাক, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, ইউনিয়ন টিম সদস্য অ্যাড. বিলাল হোসাইনসহ ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।
মাখালডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ ও কুশল বিনিময় করলেন অ্যাড. রাসেল
