চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপসমূহের সামগ্রিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রত্যেক পূজামণ্ডপে উপস্থিত পূণ্যার্থী ও দর্শণার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে পূজা উদযাপনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখার পাশাপাশি নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
পূজা মণ্ডপ পরিদর্শন কর্মসূচিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের  সঙ্গে উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈমসহ সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক ডাঃ অমল কুমার, কালু ঘোষ, রথতলা মন্দিরের কমিটির বিদ্যুৎ কুমার সাহা, অসীম কুমার সাহা প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *