ভাংবাড়ীয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

আলমডাঙ্গা অফিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বিকেল ৫টায় ভাংবাড়ীয়া বাজারে এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত জনগণের মধ্যে ধানের শীষের সমর্থনে লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান। তারা জনগণের কাছে পৌঁছে নির্বাচনী বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। লফলেট বিতরণ কর্মসূচিতে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সিনিয়র সহ-সভাপতি আব্দুস কুদ্দুস মিরা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন ও মিজানুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোমিনুল ইসলাম রাজু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ, যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, বিএনপি নেতা সাহিদুল ইসলাম, হামিদুল ইসলাম তপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। লফলেট বিতরণের সময় ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান বলেন, দীর্ঘ ১৫ বছর আমরা অবহেলিত ছিলাম, মামলা-হামলার শিকার হয়েছিলাম। তবে এখন আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। আগামী ২০২৬ সালের নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বশক্তি নিয়োগ করব।

তিনি আরও বলেন,প্রত্যেকটি ভোট আমাদের দলের জন্য অমূল্য। আমরা চুয়াডাঙ্গা-১ আসনে শরীফুজ্জান শরীফকে প্রার্থী হিসেবে চাই। তিনি জনগণের জন্য নিবেদিত একজন নেতা। আর আমাদের স্বপ্ন, তারেক রহমানকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে পাওয়া, যার নেতৃত্বে দেশ নতুন যুগে প্রবেশ করবে। র্মসূচিতে উপস্থিত নেতারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন,”ভাংবাড়ীয়া ইউনিয়নের প্রতিটি ভোটারের কাছে আমরা পৌঁছাতে চাই। জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করে, তবে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

লিফলেট বিতরণ কর্মসূচি শুধু নির্বাচনী প্রচারণা নয়, বরং স্থানীয় জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টিরও একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখা দিয়েছে। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি আশা করছে, এ প্রচারণা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক সমর্থন এনে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *