ঝিনাইদহ অফিস
সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে জেলার কালিগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর ভূষণ হাইস্কুল পূজা মন্ডপ, নব পল্লী আড়পাড়া মধুভাজাপাড়া পূজা মন্ডপ, শিবনগর অনিল বাবুর বাড়ী পূজা মন্ডপ, বেজপাড়া দূর্গা মন্দির (পশ্চিম), উঃ বেজ পাড়া দিঘীরপাড় পূজা মন্ডপ, বেজপাড়া সরকারবাড়ী দূর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ঝিনাইদহ মহোদয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় তিনি আরাে বলেন, যেকোনো পরিস্থিতিতে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে থাকবে। পূজা মন্ডপগুলোর পূণ্যার্থী, স্বেচ্ছাসেবী ও জনসাধারণ’কে ‘পূজা ডিরেক্টরী’ অ্যাপ এর সুবিধা সমূহ অবহিত করেন ও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান।