স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। সোমবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। এছাড়াও পৃথক আরো ৩টি অভিযান চালিয়ে মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার ৬৭/এমপি এর কাছে নতুনপাড়া গ্রামে হাবিলদার মোঃ মাহফুজ আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল ৬টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার ৬০/৫২-আর এর কাছে কুমিল্লাপাড়া গ্রামে হাবিলদার মোঃ আব্বাস আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৮টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার ৭১/২-এস এর কাছে সন্তোষপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ শরিফ উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/১০৫-আর এর কাছে খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাবার চেষ্টাকালে ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ সদস্য হলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম বাঘড়া গ্রামের পলাশ বর্মন ( ৪০)