মহাষষ্ঠীর মধ্যদিয়ে ঝিনাইদহে শুরু শারদীয় দুর্গোৎসব

ঝিনাইদহ অফিস

মহালয়া থেকে শুরু করে ক্ষণ গণনার অবসান ঘটিয়ে গতকাল মহাষষ্ঠীতে দেবী দুর্গার মর্তে আগমনের মধ্যদিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

মহা ষষ্ঠীতে দেবীর পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মন্ডপে মন্ডপে ভক্তদের আরাধনা, ধুপের গন্ধ আর ঢাকের শব্দে মূখরিত হয়ে উঠেছে পূজা মন্ডপগুলো।

ঝিনাইদহ পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, গতবছর ঝিনাইদহের ৬টি উপজেলায় ৪৩৫টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হলেও এ বছর তা বেড়ে  ৪৪২ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, যে কোনো প্রকার অপ্রিতীকর ঘটনা এড়াতে রয়েছে পুলিশের তিন স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *