চুয়াডাঙ্গার কুশোডাঙ্গায় মরিচ চাষের উপর কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত

পদ্মবিলা প্রতিনিধি

২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুশোডাঙ্গায় মরিচ চাষের ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকেল ৪টার দিকে কুশোডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। পদ্মবিলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা খামারবাড়ি কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। 

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আসিফ ইকবাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পদ্মবিলা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম, শেফালী খাতুন, ইনতাজ আলী আলম হোসেন, রবিউল ইসলামহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *