গাংনীতে জাকের পার্টির র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনীতে জাকের পার্টির র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার বামন্দী ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে এ আয়োজন করা হয়। জাকের পার্টি বামন্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা আয়োজিত সমাবেশে মেহেরপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষক ফ্রন্ট ঢাকা বিভাগের সভাপতি ও মিশন টিম প্রধান রিয়াজ উদ্দিন।

এসময় বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর জেলা জাকের পার্টির সভাপতি ও যুগ্ম-মিশন টিম প্রধান সাইদুল আলম (শাহিন) সেচ্ছাসেবক ফ্রন্ট মেহেরপুর জেলা শাখার সভাপতি জহরুল ইসলাম, মেহেরপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *