আলমডাঙ্গা অফিস
বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে খুলনা বিভাগের ১০টি জেলায় একযোগে নানা কর্মসূচির আয়োজন করেছে যুব ফোরাম খুলনা বিভাগ। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা যুব ফোরামের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার হাড়গাড়ি গ্রামের কুমার নদ তীরে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। গতকাল বেলা ১১টায় কুমার নদের তীরে আলোচনা সভা, র্যালি, নদী পরিষ্কার অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ফোরামের খুলনা বিভাগের সভাপতি আসাদুজ্জামান লিমন।
প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান পিপিএম। তিনি বলেন, “নদী দিবস উপলক্ষে এমন মহৎ আয়োজন করার জন্য আমি যুব ফোরামকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে সভাপতি মো: আসাদুজ্জামান লিমন ও তার টিমের প্রচেষ্টা প্রশংসনীয়। আশা করি এ ধরনের উদ্যোগ নদী রক্ষায় মানুষকে আরও সচেতন করবে।” পরে তিনি নিজ হাতে একটি বৃক্ষরোপণ করেন।
বিশেষ অতিথি ছিলেন- আলমডাঙ্গা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান ড. মাহবুব আলম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব ফোরামের সভাপতি শাহরিয়ার হোসেন জয়, সাধারণ সম্পাদক ঈশান বাবু, প্রচার সম্পাদক নাসিম , সদস্য লিওন, কুষ্টিয়া জেলার সভাপতি ওয়ালিদ, সদস্য নাঈম ও লিপন।
সভাপতির বক্তব্যে খুলনা বিভাগের সভাপতি আসাদুজ্জামান লিমন বলেন, “আমরা আজ খুলনা বিভাগের ১০টি জেলায় একযোগে নদী দিবস উদযাপন করছি। নদী আমাদের প্রাণ, তাই এর সংরক্ষণে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। যুব ফোরামের পক্ষ থেকে আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে প্রায় ৫০ জন যুব ফোরামের স্বেচ্ছাসেবী স্থানীয় জনগণের সঙ্গে মিলে নদী পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। এ আয়োজনকে সফল করতে সহযোগিতা করে ভিএসও বাংলাদেশ।এছাড়া ন্যাশনাল ইউথ ফোরাম ও মিশন গ্রীন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী ও অতিথিরা একত্রে নদী পরিষ্কার অভিযানে অংশ নেন এবং নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।