স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মমতাজ খাতুনের মরণোত্তর কল্যাণ তহবিলের ১৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এ টাকা গ্রহন করেন মরহুমের একমাত্র মেয়ে আয়শা সিদ্দীকা (স্মৃতি)।
এসময় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, সিনিয়র আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলা ও ইলিয়াস হোসেন সবুজ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র আইনজীবী মমতাজ খাতুন ২০২৫ সালের ২৩ এপ্রিল বিকেলে হ্নদরোগে আক্রান্ত হয়ে ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ২০০০ সালের ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।