স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার জেহালায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি করায় ৩ ফার্মেসী জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে ঔষধ প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩টি মামলায় ৩টি ফার্মেসীকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা ঔষধ প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রবিবার জেলার আলমডাঙ্গা উপজেলায় জেহালা বাজার ও মুন্সিগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। বেলা ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন দোকানে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সানি ফার্মেসীকে ৭ হাজার, মাইশা ফার্মেসীকে ৩ হাজার ও সোহাগ ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্বাবধায়ক তাহমিদ জামিল।