ডিঙ্গেদহ বাজারে পিকআপের ধাক্কায় বৃদ্ধের পা বিছিন্ন

পদ্মবিলা প্রতিনিধি

ডিঙ্গেদহ বাজারে দ্রুতগতির পিকআপের ধাক্কায় জয়নাল (৬০) নামের এক বৃদ্ধের শরীর থেকে ডান পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ডিঙ্গেদহ বাজারের মওলা ডাক্তারের বাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। আহত জয়নাল সদর উপজেলার শংকচন্দ্র ইউনিয়নের শংকরচন্দ্র গ্রামের হাসপাতালপাড়ার মৃত জহিরুদ্দিন মণ্ডলের ছেলে। পেশায় তিনি দিনমজুর।

আহতের বোন ফাতেমা জানান, “আমরা সরোজগঞ্জ থেকে কাজ শেষে আলমসাধুতে করে বাড়ি ফিরছিলাম। ডিঙ্গেদহ এলাকায় এসে রাস্তার পাশে গাড়ি দাঁড় করালে কয়েকজন নেমে যায়। তখন আমার ভাই জয়নাল এখনও গাড়ির এক পাশে বসে  ছিলো। এসময় দ্রুতগতির একটি পণ্যবাহী পিকআপ আলমসাধুকে ধাক্কা দিলে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.নাসিম বলেন, “আহত জয়নালকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পা বিছিন্ন অবস্থায়  ছিলো। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *