জীবননগরে গলায় ফাঁস দিয়ে ও কীটনাশক পান করে ২ যুবকের আত্মহত্যা

জীবননগর অফিস

জীবননগর উপজেলায় বসত বাড়ির মধ্যে গলায় ফাঁস দিয়ে হাসান(১৮) ও কীটনাশক পান করে ছাব্বির(১৮) নামের ২ যুবক আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে আত্নহত্যার ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, উপজেলার হাসাদাহ গ্রামের মাঝের পাড়ায় আব্দুস সালামের ছেলে হাসান আলী নিজ ঘরের বাঁশের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। হাসান পেশায় একজন ট্রাকের ড্রাইভার ছিলেন। বেশ কিছুদিন আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এসে সে প্রচন্ড রাগী ও খিটখিটে মেজাজের হয়ে পড়ে। মাথার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহননের পথে বেছে নেয় বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।

অপরদিকে গত শুক্রবার বিকালে কীটনাশক পান করে ছাব্বির হোসেন নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ছাব্বির বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাব্বির তার মায়ের কাছে ১০০ টাকা চেয়েছিল, কিন্তু তার মা সেটা না দেওয়ার কারনে অভিমানে বাড়িতে রাখা কীটনাশক পান করে সে। কীটনাশক পান করার পর পরিবারের লোকজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর ছাব্বির হোসেন মৃত্যু বরণ করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস জানান দুটি আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ দু’টি চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *