আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে কেন্দ্র পরিচালকদের নিয়ে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টায় উপজেলা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা সেক্রেটারি মো: মামুন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, “ভোট কেন্দ্রভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ভালো কাজ দিয়েই খারাপ কাজের জবাব দিতে হবে।”
বিশেষ অতিথি ছিলেন- জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুলসহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার , উপজেলা সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, কুমারী ইউনিয়ন আমির আবুবকর সিদ্দিক বাবলু, কালিদাসপুর আমির আসাদুল হক, ডাউকি আমির সজিবুর রহমান, জামজামি আমির ফজলুল হক, বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন, নাগদাহ ইউনিয়ন আমের ডাক্তার রিপন বিশ্বাস, আইলহাস ইউনিয়ন আমির লিয়াকত আলীসহ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। সঞ্চালনায় ছিলেন আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা উপজেলা যুব সভাপতি তরিকুল ইসলাম।