কেডিকে প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, গতকাল নিবার বিকাল ৫টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লিফলেট বিতরণ করা হয়েছে। কেডিকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেডিকে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর শুকুর, সহ-সভাপতি ছকুল, সেক্রেটারি মজিবর রহমান, কৃষক দলের কেডিকে ইউনিয়নের সভাপতি ওমেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হালিম বিশ্বাস, বিএনপি নেতা জসিম উদ্দিন, যুবদল ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাধারণ পথচারী দিন মজুর ব্যবসা প্রতিষ্ঠান দোকানদারদের সাথে কুশল বিনিময় করেন ধানের শীষ মার্কায় ভোট চান। চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান বাবু খাঁন বাবুকে বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করেন। গণমানুষের দল বিএনপির প্রতীক ধানের শীষ হচ্ছে সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক। তৃণমূলের কর্মীরা যদি আন্তরিকভাবে কাজ করে, তবে চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এজন্য প্রত্যেককে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরা ও দলের প্রার্থীর পক্ষে সমর্থন আদায় করতে হবে।