মেহেরপুর অফিস
গাংনীতে পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. আব্দুল সালাম। শনিবার সন্ধ্যায় তিনি গাংনী কেন্দ্রীয় পূজা মন্ডপে গিয়ে হিন্দু ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। জেলা প্রশাসক পূজামন্ডপে গিয়ে সার্বিক আইন শৃংখলাসহ বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন। এসময় হিন্দু ধর্মের মানুষেরা জেলা প্রশাসককে স্বাগত জানান। এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, সুশান্ত কুমার পাত্র, অশোক চন্দ্র বিশ্বাসসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।