গাংনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

মেহেরপুর অফিস

সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরের গাংনীতে উপজেলার সকল পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাংনী বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলার সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক। বক্তব্য রাখেন শ্রী ধিরেন দাস, সুশান্ত কুমার পাত্র ও অশোক চন্দ্র বিশ্বাস।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে আপনাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আমাদের পাশে থাকার। আপনাদের সার্বিক নিরাপত্তাসহ যে কোন বিষয়ে আমরা সব সময় পাশে থাকবো। আপনারা আমাদের ভাই আপনাদের সাথে আমাদের উঠাবসা আপনাদের যেকোনো প্রয়োজনে গাংনী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী পাশে থাকবে। এখানে কোন ধরনের ভেদাভেদের স্থান নেই। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন ও উপজেলার সকল পূজা মন্ডপ কমিটির হাতে আর্থিক উপহার তুলে দেন। চলতি বছরে উপজেলায় ১৮ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *