স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার রামচন্দ্রপুর গ্রাম থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করেন। আটক মাদক ব্যবসায়ী সাগর আলী (৩০) আলমডাঙ্গা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উপ-পদর্শক কবির উদ্দিন তালুকদার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানের সময় রামচন্দ্রপুর গ্রামের সাগর আলীর বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী সাগর আলীকে। এ ঘটনায় উপ-পদর্শক মোঃ কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।