স্টাফ রিপোর্টার
কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের বাসভবন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সকল পল্লী চিকিৎসককে ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।’ তিনি আরও বলেন, ‘করোনা মহামারির সময় পল্লী চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন-এটি তাদের নিষ্ঠার প্রমাণ। গ্রামীণ জনস্বাস্থ্যে পল্লী চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। এই সংগঠন শুধু চিকিৎসাসেবাই নয়, একটি মানবিক দায়বদ্ধতা থেকেও কাজ করে যাচ্ছে।’
পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নওশাদুল ইসলাম ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মুক্ত।