চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বিশেষ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বিশেষ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য অফিসের উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদ্র কুমার মন্ডল, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জেসমিন আক্তার।

ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় আয়োজিত “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” উপলক্ষে আয়োজিত কর্মশালায় আলোচকরা টাইফয়েড টিকাদানের গুরুত্ব ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের জন্য এ ধরনের কর্মসূচিকে সময়োপযোগী উল্লেখ করে তারা বলেন তরুণ ভলান্টিয়ারদের সক্রিয় অংশগ্রহণ সমাজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“টাইফয়েড প্রতিরোধে টিকাদান শুধু স্বাস্থ্য রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার অন্যতম উপায়। এজন্য তরুণদের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। অংশগ্রহণকারীরাও কর্মশালায় মতামত প্রদানকালে জানান, জনস্বাস্থ্য কার্যক্রমকে আরও ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হলে সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণ স্বেচ্ছাসেবীদের সমন্বয় বাড়াতে হবে। এ কর্মশালাটি শুধু টিকাদান কর্মসূচির জন্য নয়, বরং স্বাস্থ্যসচেতন সমাজ গড়ে তুলতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

এতে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের তরুণ ভলান্টিয়ার ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *