দামুড়হুদায় ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ভারতীয় রুপা জব্দ

স্টাফ রিপোর্টার

দামুড়হুদার জগন্নাথপুরে বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ভারতীয় রুপা জব্দ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জগন্নাথপুর বিওপির সীমান্ত এলাকা থেকে রুপার চালনটি আটক করা হয়। তবে চোরাকারবারী কৌশলে বিজিবির চোখ ফাঁকি দিয়ে মাঠের মধ্যে পালিয়ে যায়।

                  চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী গণ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, জেলার দামুড়হুদা জগন্নাথপুর বিওপির সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারী ভারতীয় রুপা পাচার করবে। এ তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে জগন্নাথপুর বিওপি কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের ৯৬ নং মেইন পিলার থেকে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বয়রা মাঠের মধ্যে অবস্থান নেয় বিজিবি দল।  সকাল ৯টার দিকে গামছা হাতে করে ১ ব্যক্তি মাঠের মধ্যে আসতে থাকে। চোরাকারবারী বিজিবি উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা গামছাটি ফেলে দিয়ে দৌড়ে ধান খেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি দল গামছার মধ্য থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩টি প্যাকেট হতে ভারতীয় রুপা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার বলের ওজন ১ কেজি ৬৫০ গ্রাম।  যার সিজার মূল্য ৫ লাখ ১৩ হাজার ১৫০ টাকা। ভারতীয় রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *