দামুড়হুদা অফিস
দ্বাদশ শ্রেণীর ক্লাসে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও উপস্থিতির হার বৃদ্ধি করণ উপলক্ষ্যে দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ মিলায়তনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, বিশেষ অতিথি হিসাবে ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আশাবুল হক, মন্জুরুল কাদির, হাবীবুর রহমান, এস এম ওয়াজেদুল হাসান টুটুল শাহ, জাহাঙ্গীর আলম।
প্রভাষক মিল্টন কুমার সাহার সঞ্চালায় আরো উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মরিয়ম খাতুন, আসাফ উদ- দৌলা, আনিসুজ্জামান মল্লিক, শরিফুল ইসলাম, নূর কুতুব আলী, আব্দুল আলীম, মাহফুজা খাতুন, প্রভাষক নাসরীন নাহারসহ কলেজে অধ্যায়ণরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ। অভিভাবক সমাবেশে বক্তারা কলেজে ছাত্র- ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন ও নিয়মিত উপস্থিতির হার বৃদ্ধির লক্ষ্যে বক্তব্যে বলেন আমাদের ক্ষেত খামার, চাকরি, ব্যবসাসহ জীবন ধারণের জন্য আমরা নিয়মিত যে সময় ও মূলধন ব্যয় করি ঠিক তেমন ভাবে নিয়ম করে প্রতিদিন আমরা যারা ছাত্র ছাত্রীদের অভিভাবক আছি আমাদেরকে নিয়মিত, আমার সন্তানের শিক্ষার মান ও সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সময় ও মূলধন বিনিয়োগ করতে হবে। কোন ভাবেই অবহেলা করা যাবে না। আমার সন্তান কোথায় যায়, কী করে, কাদের সঙ্গে মেলামেশা করে নিয়মিত খোজ খবর নিতে হবে। ছাত্র ছাত্রীদের মুঠোফোন ব্যবহারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। নিয়মিত কলেজে যাচ্ছে কিনা, লেখা পড়া করেছে কীনা কলেজের শিক্ষকদের সাথে অভিভাবক হিসাবে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। ডিজিটাল যুগে আমাদের উঠতি বয়সী সন্তানের হাতে আমরা হর হামেশাই দামী মোবাইল ফোন ও দামী মটর বাইক তুলে দিচ্ছি যা আমাদের সন্তানকে আমরা বিপথগামী ও মৃত্যুর মূখে ঠেলে দিচ্ছি। এই অবস্থা থেকে বের হবার পথ খুজতে হবে এবং সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সম্মতিতে কলেজে ছাত্র-ছাত্রীদের মোবাইল নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।