চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিজিবির কঠোর নিরাপত্তায় ২১ পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিজিবির কঠোর নিরাপত্তায় ২১ পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। বৃহস্পতিবার  চুয়াডাঙ্গা-৬ বিজিবি এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

                  চুয়াডাঙ্গা-৬বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় ৬ বিজিবি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যাটালিয়নের দায়িত্বাধীন দুই জেলার  ২০টি বিওপির ৮ কিলোমিটারের মধ্যে এ বছর মোট ২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

পূজামণ্ডপগুলোর চারপাশে দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্ত এলাকায় সম্ভাব্য চোরাচালান, নাশকতা বা দুস্কৃতিকারীর যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হাসানের দিক নির্দেশনায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কোনো অসাধু চক্র যেন ধর্মীয় উৎসব নষ্ট করতে না পারে, তা নিশ্চিত করতে সতর্কতা অব্যাহত রয়েছে। বিজিবির লক্ষ্য হলো একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *