শংকরচন্দ্র গ্রামে পাখি শিকারীদের অবৈধ সরঞ্জাম উদ্ধার ও বিনষ্টকরণ

তিতুদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মাঠ থেকে পাখি শিকারীদের অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে জাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে পাখি শিকারের উদ্দেশ্যে শিকারীরা জাল বিছিয়ে রাখে। এই খবর বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলুকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাখি শিকারের জাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামগুলো ফুলবাড়িয়া গ্রামের তিন রাস্তা মোড়ে  নিয়ে আসা হয়। সেই স্থানের সকলকে পাখির উপকারীতা ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন সম্পর্কে জন সচেতনতা সৃষ্টি করা হয়।

পরে উপস্থিত সকলের সম্মতিতে সকল জাল ও সরঞ্জাম উমুক্ত স্থানে ধারালো কাচি দ্বারা কেটে সম্পূর্ণ নষ্ট করা হয়। আহসান হাবীব শিপলু বলেন, আমাদের চুয়াডাঙ্গার প্রায় নিচু স্থানের জলাশয়ে  জলচর পাখি ও তার সাবক লক্ষ্য করা যাচ্ছে। যা চুয়াডাঙ্গার সৌন্দোর্য কে কয়েকগুন বাড়িয়ে তুলছে। আমরা পাখি শিকার রোধে ব্যাপক ভাবে প্রচারণা চালিয়ে যায়। তারপরও কিছু অসাধু পাখি শিকারীরা পাখি শিকারে মত্ত থাকে। আমাদের টিম সক্রিয় থেকে তা প্রতিহত করতে সদা প্রস্তুত। এসময় উপস্থিত ছিলেন টিমের হাসানুজ্জামান রিগান, সাহাবুল ইসলাম, বায়জিদ,  সতেজ,  নিরব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার সকলে একমত পোষণ করেন যে তারা তাদের এলাকায় কোন পাখি শিকার করতে দিবে না এবং শিকারীদের প্রতিহত করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *