আদালতের রায় পাবার পরও জমি দখল না পাওয়ায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা অফিস

আদালতের রায় পাবার পরও জমি দখল না পাওয়ায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৭ টার দিকে উপস্থিত সংবাদকর্মীদের নিকট লিখিত বিভিন্ন অভিযোগ করেন। সংবাদ সম্মেলন করেছে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত আরশেদ আলির ছেলে আলি আকবার।

                  তিনি লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাস স্ট্যান্ড এলাকায় ৪২৬ নং খতিয়ানের ১০৩১৪ নং দাগে ১৭ শতক জমি রয়েছে। ওই জমির মালিকানায় রয়েছে মৃত আরশেদ আলি গং। ওই জমি আওয়ামীলীগ সরকার থাকাকালীন গোবিন্দপুর গ্রামের যুবলীগ নেতা  সাদেকুর রহমান পলাশ, লাভলু ও শামিমের নেতৃত্বে জবর দখল হয়। তারপর বাধ্য হয়ে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা দেওয়ানী আদালতে মামলা দায়ের করি। গত দুই বছর মামলা চলার পর আদালত আমার পক্ষে রায় দেন। রায় বুঝিয়ে পাবার পর ওই রায়ের একটি কপি আলমডাঙ্গা থানা পুলিশের নিকট জমা দি।

তিনি আরও বলেন, রায়ের কপি পাবার পর থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জবর দখলকারী সামিমকে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিতে বলে। সামিম জমি দখল না দিয়ে অন্য জমির দাগ দেখিয়ে সামিমের নির্দেশে সাদেকুর রহমান পলাশের স্ত্রীকে দিয়ে একটি মিথ্যে মামলা দায়ের করে। যার সাথে আমার দখলীয় জমির কোন মিল নেই। এছাড়া সামিম স্থানীয় জামায়াত নেতার মাধ্যমে আলমডাঙ্গা থানাতেও একটি মিথ্যে লিখিত অভিযোগ করে। থানা পুলিশ আমার কাগজপত্র যাচাই বাছাই করে তারাও আমার পক্ষে রায় দেন। এমনতবস্থায় গত ২৯ শে অক্টোবর আমার কাছে ঘর ভাড়া নেবার জন্য সালিশ বসে। কিন্তু ওই শালিসে চুক্তি বিহীন ভাড়া দাবি করলে আমি রাজি না হওয়ায় তারা ২০/২৫ জন জামায়াত নেতা শফিকুল আলম বকুল ও সামিমের নেতৃত্বে দুলুসহ কয়েকজন আওয়ামীলীগের সদস্য আমার বসতবাড়িতে উপস্থিত হয়ে গালিগালাজ ও হুমকি ধামকি দেয়।

                  এমতাবস্থায় আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানাচ্ছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *