পদ্মবিলা প্রতিনিধি
সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনসার আলী মাস্টার(৭৭) ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের দাউদ আলী মন্ডলের বড় ছেলে আনসার আলী মাস্টার। তিনি দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্তে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার সকালে মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুন্নগ্রাহী রেখে গেছেন। অ
ানসার আলী মাস্টার তিনি দীর্ঘদিন ধরে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অধ্যায়নরত ছিলেন, একজন গুণী শিক্ষককে হারিয়ে শোকের ছাঁয়া নেমে এসেছে এলাকায়। তিনার মৃত্যুতে সকলের কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন একমাত্র ছেলে ও উথলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম এস জেড আলম সুমন। মহুমের জানাযা সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর আড়াইটার দিকে প্রথম জানাযা এবং দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় দুপুর ৩টার দিকে বোয়ালিয়া ঈদগাহ ময়দানে। জানাযার নামাজ শেষে দাফন সম্পূর্ণ করা হয়।