মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামের ক্লাবপাড়ার একটি দোকানের সামনে থেকে দুটি হাত বোমার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি দোকানের সামনে পলিথিন ব্যাগে বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তা উদ্ধার করে। দোকান মালিক কামরুজ্জামান লিপু ক্লাবপাড়া এলাকার মৃত রহিতউল্লার ছেলে।
কামরুজ্জামান লিপু জানান, দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে তার চাচাদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার হত্যার হুমকিও পেয়েছেন তিনি। তার দাবি, হয়তো ভয় দেখানোর জন্যই তার দোকানের সামনে এ বোমা রাখা হয়েছে। তিনি বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান।
গাংনী থানা অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোমা সদৃশ্য দুটি বস্তু প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।