জীবননগরে বিজিবির অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার

জীবননগরে বিজিবির অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে। গত দুই দিনে মহেশপুর বিজিবি সীমান্তে পৃথক ৩টি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। তবে কোন মাদক পাচারকারীকে আটক করা যায়নি।

মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/এমপি এর কাছে  হাবিলদার মোঃ নাছিরউদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত ৮টার দিকে জীবননগর উথুলী বিওপি’র সীমান্ত পিলার-৭৩/১-এস এর নিকট মনোহরপুর তেতুলতলা এলাকা হতে নায়েক মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে  জীবননগর  মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১/এমপি এর নিকট ছটাংগাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ কেজি ভারতীয় গাঁজা এবং ১৮০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *