স্টাফ রিপোর্টার
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবির পক্ষে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াত ইসলামীর আমির রুহুল-আমিন। তিনি তার বক্তব্যে বলেন,’বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী এবং সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি। এখন জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছি, যা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে’।
উক্ত কর্মসূচিতে প্রধান দাবিগুলোর মধ্যে ছিল; উভয় কক্ষে পিআর (চজ) পদ্ধতিতে নির্বাচন চালু করা, জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সকল গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হুসাইন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষযক সভাপতি দারুস সালাম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী ও সেক্রেটারী আবেদ-উদ দৌলা টিটন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর এ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারী মোস্তাফা কামাল প্রমুখ।