আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর দেড় টার দিকে উপজেলার কালিদাসপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিদাসপুর উত্তরপাড়া ইমাদুল হক এর ছেলে শাকিল আহমেদ ওরফে হৃদয় (২৭) কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা-৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ওসি মাসুদুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।