আলমডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়ন বিএনপির কর্মীসভায় শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়ন বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ কর্মি সভা। উপজেলার ভাংবাড়িয়া, খাসকররা, জামজামি, হারদী ও কালিদাসপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মীসভা কর্মীসভাটি অনুষ্ঠিত হয় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে সংগঠনকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখা। আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময় আত্মপ্রচার নয়, বরং দলকে সামনে এগিয়ে নেওয়ার মানসিকতা দরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করার শপথ নিয়েছি। এই শপথ বাস্তবায়নে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে শৃঙ্খলার সঙ্গে দলীয় সিদ্ধান্ত মানতে হবে।’ তিনি বলেন, ‘বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মনে রাখতে হবে-এই আন্দোলন কেবল ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, বরং দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের বাঁচার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। সুতরাং ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে। যারা ব্যক্তিগত লাভের জন্য দলকে বিভক্ত করতে চায়, তাদের চিহ্নিত করতে হবে। আমরা চাই প্রত্যেকটি ওয়ার্ড কমিটি শক্তিশালী হোক, প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক ভিত দৃঢ় হোক।’

শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে কাজ করছেন, আপনারাই এই দলের আসল শক্তি। তৃণমূলের শক্তিই হচ্ছে বিএনপির প্রাণ। আগামী নির্বাচনে যদি আমরা একতাবদ্ধ থাকি, তবে ধানের শীষকে কেউ ঠেকাতে পারবে না। এখন সময় মাঠে নামার, ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছানোর। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।

সভায় অংশগ্রহণ করেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রাজা, জামজামি ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক পলাশ, হারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হোসেন ও সাধারণ সম্পাদক লালন। এছাড়াও সভায় পাঁচটি ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *